পাবনার ফরিদপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদককে পেটানোর অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরকে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দলটির উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে।
শনিবার রাতে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলের পাশে এ ঘটনা ঘটে। আহত আলী আশরাফুল কবীর স্থানীয় গোপালনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানস্থলের পাশের দোকানে কবীর চা পান করছিলেন। তখন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস তার ছেলে রাতুল ও মনছুরসহ কয়েকজন নিয়ে সেখানে হাজির হন। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে থাকা লোকজন আশরাফুল কবীরকে পেটাতে থাকেন। এতে মাথায় জখম হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।