পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী বৃহস্পতিবার
- আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী বৃহস্পতিবার। শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি।
ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস দায়িত্ব ছেড়ে পাবনা-৪ আসনে উপ নির্বাচনে অংশ নেয়ায় এবং করোনায় আক্রান্ত হয়ে বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের মৃত্যুতে পদ দুটি শুন্য হয়।
১০ ডিসেম্বর উপজেলা দুটিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈশ্বরদীতে তিন এবং বেড়ায় চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আচরণবিধি লংঘনের অভিযোগও উঠেছে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে।
ক্ষমতাসীন দলের প্রার্থীর দাবি, সৌহার্দ্যপূর্ন পরিবেশ বজায় রয়েছে। পছন্দের প্রার্থীকে নিজের ভোট নিজে দিতে চান ভোটাররা। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানায় ইসি। দুই উপজেলায় মোট চার লাখ ৫৭ হাজার ৯৫১ জন ভোটার ১৫২টি কেন্দ্রে ভোট দেবে।