পাবনায় অটোরিকশা চালক ইমন হত্যার সাথে জড়িত ৫ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশা চালক ইমন হাসানকে হত্যার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
দুপুরে চাটমোহর থানা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গেল ১৯ আগস্ট ইমন হাসানের সিএনজি চালিত অটোরিকশাটি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর যাওয়ার কথা বলে রির্জাভ ভাড়া করে আসামীরা। যাওয়ার পথে রশি দিয়ে চালক ইমন হাসানের গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে। পরে মরদেহ চাটমোহর উপজেলার হান্ডিয়ালের একটি বিলে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। গত কয়েক দিনে পুলিশ চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার ঘটনায় জড়িত ৫জনকে গ্রেফতার করা হয় ।