পাবনায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উৎসব মুখর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হলো রুচি নিবেদিত ‘নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২১’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।
পাবনায় অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘নৌকা বাইচ প্রতিযোগিতা২০২১’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।প্রতিবারের ন্যায় এবারও স্কয়ার এর ব্র্যান্ডের রুচি নিবেদিত আটঘরিয়া, পাবনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য, পাবনা-৪। উদ্বোধক হিসেবে ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জনচৌধুরী পিন্টু।সভাপতি হিসেবে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোহাম্মাদ শহিদুল ইসলাম রতন ।