পাবনায় আন্তজেলা চোর চক্রের ৭ জন আটক
- আপডেট সময় : ০৫:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
পাবনায় দু’মাসের ব্যবধানে দু’জনকে হত্যা করে ছিনতাইকৃত দুটি ব্যাটারী চালিত অটোবাইক, বিভিন্ন স্থান থেকে চুরি করা আরো ১২টি ব্যাটারি চালিত অটোবাইকসহ আন্তজেলা চোর চক্রের ৭ জনকে আটক করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গেল বছরের ৬ ডিসেম্বর ও চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী পাবনায় দু’জন অটোবাইক চালককে হত্যা করে তাদের অটোবাইক ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কুষ্টিয়া থেকে সুমনকে আটক করে। তার স্বীকারক্তি অনুয়ায়ী নিহত দু’জনের অটোবাইক উদ্ধার ও চক্রের মূলহোতাসহ আরো ৬ জনকে আটক করা হয়।
এদিকে..গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ বছরের শিশু মাদ্রাসা ছাত্রী হাসনা খাতুনকে ধর্ষণ করে হত্যার ঘটনায় আসামি আটকের পর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। এসময় পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গত ২৬ ফেব্রুয়ারী হাসনা খাতুন হেমা সকালে মাদ্রাসায় আরবি পড়তে আসে। পড়া শেষে বড় সাতাইল বাতাইল মধ্যপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও আরবি শিক্ষক মোরসালিন শিশুটিকে টাকা দিয়ে বিস্কুট কিনে আনতে বলে। পরে মাদ্রাসা ছুটি হলে মোরসালিন শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর তাকে গলাটিপে হত্যা করে। এ ঘটনায় মোরসালিনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।