পাবনায় নানা আয়োজনে নিউক্লিয়ার ডে উদযাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
পাবনায় নানা আয়োজনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন করা হয়েছে ।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। তিন বছর পর এ দিনেই বিদ্যুৎ প্রকল্পটি উৎপাদনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি ।পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যদিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলে জানান মন্ত্রী। ২০১৭ সালের ৩০শে নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের রিয়েক্টর ভবনের প্রথম কংক্রিট ঢালাই করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব নিউক্লিয়ার ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতেই ৩০শে নভেম্বরকে নিউক্লিয়ার ডে হিসেবে পালিত হয়ে আসছে।