পাবনায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত অন্তত ১০ জন।
গেলো রাতে নৌকা-বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা মিছিল বের হয়। মিছিল দু’টি হাতিগাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছেলে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় নৌকার নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়। খবর পেয়ে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।