পাবলিক টয়লেটে কোমল পানীয় মজুদের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাবলিক টয়লেটে কোমল পানীয় মজুদের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা দিতে হলো এক ব্যবসায়ীকে।
দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, সিটি কর্পোরেশন নির্মিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাবলিক টয়লেটটি লিজ নিয়ে পরিচালনা করছে নাসির নামের একব্যক্তি। কিন্তু টয়লেটের প্রধান ফটক ঘেঁষে কনফেশনারির দোকানী দুলাল টয়লেটে বিপুল পরিমাণ কোমল পানীয় মজুদ করে। হাসপাতালের রোগী ও স্বজনদের কাছে এগুলো বিক্রি করে আসছিল।