পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার সাবেক পাকিস্তানের প্রেসিডেন্টের বিরুদ্ধে এই সর্বোচ্চ এই সাজা ঘোষণা করা হয়। এই মামলার শুনানি করেন তিন সদস্যের বিচারকের একটি প্যানেল। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় বর্তমানে পলাতক রয়েছেন সাবেক এই পাক সেনাপ্রধান। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে পাকিস্তানের আদালতে মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়।