পারমাণবিক মহড়া করতে যাচ্ছে রাশিয়া
- আপডেট সময় : ০৯:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই পারমাণবিক মহড়া করতে যাচ্ছে রাশিয়া। এতে একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুশীলন করা হবে বলে জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এ সামরিক মহড়া তদারকি করবেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স এ মহড়া পরিচালনা ও তত্ত্বাবধান করবে। সেনা, বিমান ও কৃষ্ণসাগরে মোতায়েন করা নৌবহরের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। এদিকে, ইউক্রেন সীমান্তে গত বুধবার থেকে রুশ সেনাদের উল্লেখজনক গতিবিধি পর্যবেক্ষণের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সীমান্তে মোতায়েন থাকা রুশ সেনাদের মধ্যে ৪০-৫০ ভাগ এখনই হামলা করার মতো অবস্থানে রয়েছে বলে মনে করছে তারা। এছাড়াও, আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে, মস্কোর আগ্রাসনের লক্ষ্য কিয়েভ। আর এজন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি। একই সাথে মিত্র দেশগুলো থেকেও দেয়া হবে বিধি-নিষেধ।