পারিবারিক নিবন্ধনের মাধ্যমে সবাইকে করোনার টিকার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
গ্রাম পর্যায়ে পারিবারিক নিবন্ধনের মাধ্যমে সবাইকে করোনার টিকার আওতায় আনা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাধারণ জনগনকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে করোনার টিকা নেবারও নির্দেশ দিয়েছেন তিনি। বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস সমাজের ব্যাধি উল্লেখ করে তা নির্মূলে আনসার বাহিনীকে ভুমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১ তম জাতীয় সমাবেশ। গাজীপুরের শফিপুরে আনসার সদস্যদের বর্ণিল কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় প্রধান অতিথিকে বরণ করে নেন বাহিনীর একদল চৌকস সদস্য। পেশাগত দায়িত্ব পালনে অসীম সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে বাহিনীর ১৪০ সদস্যকে দেয়া হয় সম্মাননা পদক।
দিক নির্দেশনামূলক বক্তব্যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংকটে এ বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাল্যবিবাহ ও মাদকের মতো ব্যাধি দূর করতে আনসার সদস্যদের দায়িত্ব পালন অব্যহত রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা গ্রহণের আহবান জানান সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সরকার বদ্ধ পরিকর। আর এ লক্ষ্য পূরণে আনসার ও ভিডিপিকে কাজে লাগানো হচ্ছে।