পারিবারিক বিরোধের ৪৭টি মামলার সুরাহা সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
- আপডেট সময় : ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পারিবারিক বিরোধের জেরে করা ৪৭টি মামলার সুরাহা হয়েছে সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এসব মামলার বেশির ভাগ আসামী পরিবারের কর্তা। আপোষ নিষ্পত্তির পর তাদের সঙ্গে পরিবারের স্ত্রী-সন্তানদের সঙ্গে মিলমিশ করিয়ে দেয়া হয়। যুগান্তকারী এই রায়ে ঐ পরিবারগুলো সংসারে ফিরবে বলে আশা করছেন আইনজীবীরা। তবে, আপোষ না হওয়ায় আরো তিনটি মামলার রায় দিতে পারেনি বিচারক মোহাম্মদ জাকির হোসেন।
বেলা ১২টা নাগাদ শুরু হয় দাম্পত্য কলহের জেরে করা ৫০টি মামলার কার্যক্রম। পারিবারিক বিরোধের জেরে ১১’র ‘গ’ ধারায় সংঘটিত এসব মামলার আপোষ নিষ্পত্তির সময় ফুল ও লজেন্স দিয়ে বাদী-বিবাদী স্বামী, স্ত্রী ও সন্তানদের বরণ করে নেন নারী ও শিশু নির্যাতন ধমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। ৪৭ মামলার আপোষ নিষ্পত্তি করে বিচারক।
বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের অভিযোগে করা হয়েছিলো এ মামলাগুলো। দীর্ঘদিন ধরেই আলোচিত এসব মামলাগুলোর শুনানিও চলছিলো। রায় ঘোষণাকে ঘিরে মামলার বাদী ৫০ ভুক্তভোগী পরিবারের সদস্যদের আদালতে উপস্থিত হন। ঐতিহাসিক এই আপোষ নিষ্পত্তির মাধ্যমে স্ব স্ব পরিবারের স্বামী স্ত্রী সন্তানরা মিলিত হয়েছেন। কারাবাস ভোগ করে স্বামীগণ স্ত্রী ও সন্তানদের বাড়ি নিয়ে গেছেন।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, এটা যুগান্তকারি রায় দিয়েছেন আদালত। আদালত শুধু সাজাই দেয় না, ভালবাসার মাধ্যমে সংসার ফিরিয়ে দেয়া সম্ভব সেটাই প্রমান করলেন।
৫০টি মামলার মধ্যে ৩টি মামলার দফারফা হয়নি।