পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে
- আপডেট সময় : ০২:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে আনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দেশে কয়েকজন এমপি’র পর কোনো মন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর এই প্রথম। বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুইপ্রু মারমা জানান, ৬০ বছর বয়সী বীর বাহাদুর ক’দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার তার করোনাভাইরাস পজিটিভ আসে। আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালের নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির আগে সংলাপ কমিটির একজন সদস্য ছিলেন তিনি। দুই মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বীর বাহাদুর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদে হুইপের দায়িত্বও পালন করেছেন। জাতীয় সংসদে ছয়বার বান্দরবানের মানুষের প্রতিনিধিত্ব করা বীর বাহাদুর ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।