পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে বাজার থেকে টিকা তুলে নিলো অ্যাস্ট্রাজেনেকা
- আপডেট সময় : ০২:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ১৭৫০ বার পড়া হয়েছে
পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে বাজার থেকে সব করোনা টিকা তুলে নিলো অ্যাস্ট্রাজেনেকা। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে ২০২০ সালের শেষ দিকে যে টিকা বাজারে এনেছিল অ্যাস্ট্রাজেনেকা, সেই ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয়, এমনকি মূল ভাইরাসটি থেকে যেসব ভ্যারিয়েন্ট ভাইরাসের উদ্ভব হয়েছে— সেগুলোও এখন আর প্রাণঘাতী নয়।
সম্প্রতি ব্রিটেনের আদালতে ১০ কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। মামলার কার্যক্রম চলার মধ্যেই এই ঘোষণা দিলো অ্যাস্ট্রাজেনেকা। গত ফেব্রুয়ারিতে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ স্বীকার করেছিল, টিকা গ্রহণের পর টিটিএস বা থ্রম্বোসিস উইদ থ্রম্বোসিটোপেনিয়া সিনড্রোম নামের এক প্রকার শারীরিক জটিলতা দেখা দিতে পারে। টিটিএস হলো এমন একটি শারীরিক জটিলতা, যার কারণে শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে যায় এবং প্ল্যাটিলেট কমে যায়। যুক্তরাজ্যে এই পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়ে ২০২০ সালের টিকাদান কর্মসূচির শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে..অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা গ্রহণে বাংলাদেশে কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না, তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।