পাহাড়ী ঢলে নেত্রকোনার ধনু নদী ও সুনামগঞ্জের সব নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত
- আপডেট সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নেত্রকোনার ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে হুমকিতে পড়েছে হাওরের বেড়ি বাঁধগুলো।
অনেক জায়গায় বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁশ, কাঠ, মাটি দিয়ে বাঁধ রক্ষায় দিনরাত ব্যস্ত প্রশাসন ও স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, ধনু নদীর পানি বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ হাওরের সব মানুষ বাঁধে অবস্থান করছেন। নানা শংকায় রয়েছেন হাওর পাড়ের মানুষ।
পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ সব নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঝুঁকিতে পড়েছে হাওর বাঁধ। অতিরিক্ত পানির চাপে পানি উন্নয়ন বোর্ডের বহু বাঁধে ফাটল দেখা দিয়েছে। কোন-কোন হাওরে স্বেচ্ছাশ্রমে দিনরাত বাঁধ মেরামতে কাজ করছেন হাওরপাড়ের কৃষকরা। সময় মতো বাঁধের কাজ শেষ না করায় পানির চাপে দুর্বল বাঁধে ফাটল দেখা দেয়ায় ফসলের সুরক্ষা নিয়ে চিন্তিত বোরো চাষীরা। পানি আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।