পাহাড়ে উন্নয়নের স্বর্ণ দুয়ার খুলে দিয়েছেন শেখ হাসিনাঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হা সিনা পাহাড়ে শান্তি ছড়িয়ে উন্নয়নের স্বর্ণ দুয়ার খুলে দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সেই পথ ধরেই এখন এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় পার্বত্য এলাকা। সকালে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সড়ক উন্নয়ন বিষয়ক সভায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন ওবায়দুল কাদের ।
সোমবার তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সড়ক উন্নয়ন বিষয়ক সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এ সময় শান্তি চুক্তির অধিকাংশ শর্ত ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চুক্তির অবশিষ্ট শর্তগুলো বাস্তবায়নেও শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এরআগে কোন সরকারই পাহাড়ের উন্নয়নকে অগ্রাধিকার দেয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে কোন উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিন পার্বত্য জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।