দেশে অস্থিতিশীলতা তৈরিতে দেশি-বিদেশী মহল সক্রিয় হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উদ্বোধন হলো দক্ষিণাঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নের পায়রা সেতুর। ভার্চুয়ালি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আর্থ-সামাজিক উন্নয়ন হবে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। আন্তর্জাতিক সড়ক যোগাযোগে যুক্ত হতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। দেশে অস্থিতিশীলতা তৈরিতে দেশি-বিদেশী মহল সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর উপর পায়রা সেতুর শুভ উদ্বোধন করতে রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প ও সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক মানুষকে উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা নিয়েছে সরকার।
করোনা মহামারী প্রতিরোধে দেশের প্রত্যেককে টিকার আওতায় আনা হবে বলেও আবারো জানান তিনি।
দেশী-বিদেশী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও সুবিধাভোগী অঞ্চলের মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।