পিএসজিকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০১:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে শক্তিশালী পিএসজিকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানসিটি।
বুধবার রাতে দলের হয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং এবং গ্যাব্রিয়েল জেসুস। অন্যদিকে পিএসজির একমাত্র গোলটি কিলিয়ান এমবাপ্পের। ঘরের মাঠে খেলা হলেও বল দখলে পিএসজির সমানে সমান ছিল ম্যান সিটি। তবে স্বাগতিক সুবিধা পাওয়ায় আক্রমণে মেসি-নেইমারদের চেয়ে ঢের এগিয়ে ছিল সিটি। কিন্তু এরপরও পাচ্ছিলো না কাঙ্ক্ষিত গোলের দেখা। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় শূন্যতেই। ৫০তম মিনিটের মাথায় গোল পেয়ে যায় পিএসজি। ডি-বক্সের বাইরে আন্দের এররেরার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ভিতরে ঢুকে ডান দিকে পাস দিলেন মেসি। প্রতিপক্ষের একজনের পা ছুঁয়ে বল চলে গেল অরক্ষিত এমবাপ্পের পায়ে। ঠাণ্ডা মাথায় সময় নিয়ে কাছের পোস্ট দিয়ে গোলটি করলেন ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের ৬৩তম মিনিটে স্টার্লিং আলতো শটে খুঁজে নেন ঠিকানা। এরপর চাপ ধরে রেখে ম্যাচের ৭৬তম মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।