পিকে হালদারকে গ্রেফতারে ইন্টারপোলের কাজ শুরু
- আপডেট সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আলোচিত অর্থ পাচাকারী পিকে হালদারকে গ্রেফতারে, কাজ শুরু করেছে ইন্টারপোল। আগামী দুই তিন মাসের মধ্যেই আসামীকে গ্রেফতারের বিষয়ে, ইতিবাচক খবর আসতে পারে বলে আশাবাদী দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। মঙ্গলবার হাইকোর্টে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে উচ্চ আদালতের দেয়া আদেশে সংশোধনী রয়েছে। সবাই নয়, শুধুমাত্র অর্থ পাচারের জড়িতদের তালিকা চেয়েছে আদালত।
দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাত করে বিদেশের মাটিতে আত্মগোপন করা ব্যক্তিটির নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। দু’দকের করা মামলায় এরই মাঝে পিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করে আদালত। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যেম ইন্টার পোলের কাছে সেই পরোয়ানা পৌছে দিয়েছে দুদক।
মঙ্গলবার হাইকোর্টে দুদক আইনজীবী জানান, পিকে হালদারকে গ্রেফতার করে দেশে ফেরাতে কাজ শুরু করেছে ইন্টারপোল।
এসময় দ্বৈত নাগরিকদের তালিকা চেয়ে উচ্চ আদালতের দেয়া আদেশের সংশোধনীও তুলে ধরেন তিনি।
আইনজীবীরা আরো জানান আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্ রয়েছে।