পিকে হালদারের পাচার করা অর্থ কোন কোন জায়গায় আছে তা জানতে চায় হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পিকে হালদারের পাচার করা অর্থ কোন কোন জায়গায় আছে তা জানার পর, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে। রাষ্ট্রপক্ষ ও দুদকের উদ্দেশ্য এমন মন্তব্য করেছে হাইকোর্ট।
পিকে হালদার ইস্যুতে হাইকোর্টের স্বপ্রনোদিত রুল শুনানিতে এই মন্তব্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। আদালত জানায়, পিকে হালদারের বিষয়ে এমন আদেশ দেয়া হবে, যাতে পৃথিবীর কোন দেশে গিয়ে সে শান্তি না পায়। একইসঙ্গে, আলেচিত ওই অর্থ পাচারকারির বিরুদ্ধে করা সব মামলার অগ্রগতি জানাতে দুদককে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ১২ জুন দিন ঠিক করেছে হাইকোর্ট।