পিবিআই প্রধানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার যে আবেদন করেছিলেন সাবেক এসপি বাবুল আক্তার সেটি খারিজ করে দিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এই আবেদন খারিজ করেন। এ ছাড়া কারাগারে নিজের নিরাপত্তা চেয়ে বাবুলের করা আরেকটি আবেদন আদালত নাকচ করে দেয়া হয়। বাবুলের আইনজীবী গোলাম মওলা মুরাদ বলেন, মামলা খারিজ হওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা। ৮ সেপ্টেম্বর বাবুল আক্তারের পক্ষে তার আইনজীবী মামলার এ আবেদন করেন। এতে পিবিআই অফিসে ৫৩ ঘণ্টা বাবুলকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ১১ মে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। এরপর থেকে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে রয়েছেন তিনি।