পিরোজপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট সময় : ১০:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে।
২৬ হর্স, ৭ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে এবং সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং পিরোজপুর পৌরসভার সহযোগিতায় ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা স্থানীয় স্টেডিয়াম থেকে শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় রেজিষ্ট্রেশনকৃত পাঁচ শতাধিক প্রতিযোগী ছাড়াও জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনা নিবাস আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এ প্রতিযোগিতায় প্রায় ২ হাজার ২শ’ প্রতিযোগী অংশগ্রহন করে।