পিলখানা হত্যাকাণ্ডের সাথে আ’লীগ সরকার জড়িত : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাকান্ড আওয়ামী লীগ সরকারেরর প্রত্যক্ষ সহায়তা সংঘঠিত হয়েছে। বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করতেই সেদিন ৫৭জন সেনা অফিসারকে হত্যা করা হয়। দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ও জাতি অস্তিত্ব সংকটে ভোগে। একদলীয় শাসন কায়েম করে ভয় ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। জেলা পর্যায়ের শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা দিয়ে সরকার কর্তৃত্ববাদী শক্তির জানান দিয়েছে। এর বিরুদ্ধেই লড়াইয়ে নেমেছে বিএনপি। দেশের দুর্বিষহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজপথেই ফয়সালা করতে হবে বলে জানান বিএনপি মহাসচিব । আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।