পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে দুদক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারী হিসেবে বহুল আলোচিত প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে চিঠি দিচ্ছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য জানান। উল্লেখ্য, নানা কৌশলে চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে গিয়ে তিনি কানাডায় বিলাসী জীবন যাপন করছেন। সেখান থেকে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে চিঠি দিচ্ছে দুদকের মানি লন্ডারিং শাখা। এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘পি কে হালদারকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে চিঠি পাঠাচ্ছে দুদকের মানিলন্ডারিং শাখা। দুই- চার দিনের মধ্যে ওই চিঠি ইন্টারপোলে যাবে।