পুতিনের সঙ্গে কাল ফোনে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৯:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতির ঘোষণার আগ পর্যন্ত ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালায় রুশ বাহিনী। খেরশন ও নোভা কাখোভকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে পুতিন বাহিনী। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাল ফোনে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের বাতাসে এখন গোলা বারুদের গন্ধ….থেমে নেই দেশটিতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার ধ্বংসযজ্ঞ।
ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নেয়ার পর এবার রাশিয়া আক্রমণ চালাচ্ছে গুরুত্বপূর্ণ শহরগুলোয়। ইউক্রেনের বিভিন্ন অঞ্চল, শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় রুশ সেনাদের নিয়ন্ত্রণ ক্রমশ বিস্তৃত হচ্ছে।
ইউক্রেনের খেরশন ও নোভা কাখোভকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে পুতিন বাহিনী।
আজ জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুলজের সঙ্গে ফোনালাপে পুতিন বলেন, রুশ সেনারা কিয়েভ বা অন্য কোনো শহরে বোমা বর্ষণ করেনি।
এছাড়া বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক শুরু হয়েছে, সেটি ইউক্রেনে চলমান সামরিক অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় পুতিন। তবে এক্ষেত্রে শর্ত হলো— কিয়েভকে অবশ্যই মস্কোর শর্তসমূহ পূরণের প্রতিশ্রুতি দিতে হবে।
এরমধ্যে রুশ সেনাবাহিনীর অন্তত তিনজন অধিনায়ক নিহত হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমারা। নিহত হলেন রুশ কম্বাইন্ড আর্মস আর্মির উপপ্রধান, একজন ডিভিশনাল কমান্ডার এবং রেজিমেন্টাল কমান্ডার।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া। এসব মধ্যে রয়েছে বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা।
ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনী মানবাধিকার বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কিনা- তা তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল।