পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান জেলেনস্কি
- আপডেট সময় : ১০:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘ইউক্রেন যুদ্ধ থামানোর এটাই একমাত্র পথ বলে মনে করেন তিনি।
এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ায় কোনো হামলা চালায়নি এবং হামলার কোনো পরিকল্পনাও করা হয়নি। পুতিন ইউক্রেনের কাছে কী চান? তাকে দ্রুত ইউক্রেন ছাড়তে হবে। সংবাদ সম্মেলনে পুতিনকে মুখোমুখি বৈঠকে বসার আহ্বান জানানোর পাশাপাশি ন্যাটোর কাছে যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে উড়োজাহাজ দিন। তিনি আরো বলেন, এখনই থামানো না গেলে এরপর লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ায় হামলা চালাবে রাশিয়া। এর আগে রাশিয়া- ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে পুতিনকে থামাতে মস্কো সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। করোনা পরিস্থিতিতে দুই নেতা ৩০ মিটার লম্বা একটি টেবিলের দুই প্রান্তে বসে আলোচনা করেন।