পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেটে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের ১২ যাত্রী নিহত
- আপডেট সময় : ০১:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
জয়পুরহাট শহরের পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেটে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা রেখে গেটম্যান ঘুমিয়ে ছিলেন এমন অভিযোগ পাওয়া গেছে।
জয়পুরহাট শহরের পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেটে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো দুইজন।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পুরানাপৈলে পার্বতীপুর-রাজশাহীগামী ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জয়পুরহাটের পুলিশ সুপার জানিয়েছেন, হিলি থেকে ছেড়ে আসা ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়ে রাজশাহী যাচ্ছিল। পথে উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রম করার সময় বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ট্রেনটি থেমে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিরা বাসের যাত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে এ ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।