পুরোদমে চলছে প্র খানজাহান আলী বিমান বন্দরের নির্মাণ কাজ

- আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বাগেরহাটে পুরোদমে চলছে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খানজাহান আলী বিমান বন্দরের নির্মাণ কাজ। বিমানবন্দরটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই বিমানবন্দর নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। বাগেরহাট প্রতিনিধি পার্থ চক্রবর্তী’র প্রতিবেদন। জানাচ্ছেন এম এ নাছের।
১৯৯৬ সালে বাগেরহাটের রামপালে সর্ট টেক অফ ল্যান্ডিং বিমানবন্দর চালু করতে ৯৮ একর জমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু সরকার পরিবর্তনে বন্ধ হয়ে যায় বিমানবন্দর উন্নয়ন কাজ। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফের বিমানবন্দর নির্মান কার্যক্রমের উদ্যোগ নেয় । খুলনা-মোংলা মহাসড়কের পাশে রামপালের ফয়লাহাট এলাকায় নতুন করে অধিগ্রহন করা হয় আরো ৫৩৭ একর জমি। সর্বশেষ জেলা প্রশাসন জমি অধিগ্রহনের কাজ সম্পন্ন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
নতুন করে পূর্ণাঙ্গ বিমানবন্দরের কাজ শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী ও এলাকাবাসী।এক বছরের মধ্যে সীমানা প্রাচীর নির্মান কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।