পুরোনো সমস্যাগুলো সমাধান করতে চায় বাংলাদেশ-ভারত: বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ-ভারতের পুরোনো সমস্যাগুলো সমাধান করতে চায় দুদেশ। এজন্য নতুন চিন্তা-ভাবনা নিয়ে কাজ শুরু করতে আলোচনা চলছে।
রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের সচিব অনুপ ধাওয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য আমদানি ও রপ্তানিতে সীমান্তে কাস্টমসের যে সমস্যা রয়েছে সেদিকে দৃষ্টি দেয়া দরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে কয়েকটি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ভারত।