পুরো বাজেটটাই গরিব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
শুধু নির্বাচনকে সামনে রেখেই নয়, পুরো বাজেটই গরিব মানুষের কথা বিবেচনা করে করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশও শংকিত। এখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। বিকেলে রাজধানীতে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও তা বাস্তবায়ন সম্ভব। যাদের ট্যাক্স দেয়ার সক্ষমতা আছে, তাদের ট্যাক্স দিতে হবে বলেও জানান আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের পরামর্শ নয়, এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করেই। মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বই এ নিয়ে শঙ্কিত।
বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও, তা বাস্তবায়ন সম্ভব বলেও জানান অর্থমন্ত্রী। যাদের ট্যাক্স দেয়ার সক্ষমতা আছে তাদের ট্যাক্স দিতেই হবে মন্তব্য করে ট্যাক্সের আওতা বাড়ানোর কথাও জানান আ হ ম মুস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী,স্থানীয় সরকারমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর বক্তব্য রাখেন।