পুলিশী বাধায় নারী দিবসের রেলি করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল
- আপডেট সময় : ০৬:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নয়াপল্টনে পুলিশী বাধায় বিশ্ব নারী দিবসের রেলি করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা বাধে। রেলি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, জনগণের ভোট দখল করে এখন আইনজীবী ও ব্যবসায়ী সমিতিগুলোর ভোটও দখল করছে সরকার পক্ষ। আর, জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহারা, তখন সরকারের মন্ত্রীরা এসব নিয়ে তামাশা করছে।
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে, ছাত্রদলের নতুন সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ আংশিক কমিটিকে শপথ করান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বলেন, নিত্যপণ্যের দামে জনগণ যখন দিশেহারা, তখন সরকারের মন্ত্রীরা এ নিয়ে হাসি-তামাশা করছে আর হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করছে।
এদিকে, বিশ্ব নারী দিবস পালনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দল রেলি বের করলে পুলিশী বাধার মুখে পড়ে। পুলিশী বাধায় কিছুক্ষণ স্লোগান দিয়ে কার্যালয়ের ভেতরে চলে যায় মহিলা দলের নেতাকর্মীরা। পুলিশ জানায়, অনুমতি না থাকায় তাদের বাধা দেয়া হয়েছে। রেলি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জনগণের ভোট দখল করে এখন আইনজীবী, ব্যবসায়ী সমাজের ভোটও দখল করছে সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতার লোভে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে বলেও দাবি করেন তিনি। নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।