সোমবার দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি
- আপডেট সময় : ০৭:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সারাদেশে সোমবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। দিনভর গণঅনশনশেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। নয়াপল্টনে অনশনে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার সকাল থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নামে।
এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা।
এছাড়া কর্মসূচীতে অংশ নিয়ে সংহতি জানান ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট নেতারাও। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোচ্চারও ছিলেন তারা।
বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিলে সরকার পতনেরও হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
গণতন্ত্রের মূর্ত প্রতীক খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ যেতে সরকার অনুমতি দিচ্ছে না বলে আবারও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
সুচিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি না দিলে সোমবারে ঢাকাসহ জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল।