পুলিশের বাধার মুখে সারাদেশে বিএনপি’র গণঅনশন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সারাদেশে পুলিশি বাধার মুখে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। কোথাও কোথাও পুলিশের লাঠিচার্জে কর্মসুচি পন্ড হয়ে গেছে। বরগুনায় লাঠিচার্জের পর ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন করে তারা। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে এ কর্মসুচি করে বিএনপি।
চট্টগ্রামে নসিমন ভবন মাঠে অনুষ্ঠিত গণঅনশনে দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ঘটে। নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।
রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত কর্মসূচির শুরুতেই কোরআন তেলোয়াত করা হয়। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
নাটোরে শনিবার সকালে শহরের আলাইপুরে দলের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচির আয়োজন করে জেলা বিএনপি। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।
খুলনায় দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকে উপস্থিত হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তবে, পুলিশের বাধায় কার্যালয়ের সামনে দাঁড়াতে পারেনি তারা। এ সময় বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে পুলিশ দলীয় কার্যালয়ের ভেতরে পাঠিয়ে দেয়। পরে দলীয় কার্যালয়ের ভেতরেই অনশন কর্মসূচী পালন করে বিএনপি।
বরিশালে অনশন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানান। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
পুলিশি বাধার মুখে জামালপুরে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে গণঅনশণ কর্মসূচী পালিত হয়েছে। এ সময় বক্তারা খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশের নেয়ার অনুমতিসহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানান। এতে বক্তব্য দেন জেলা বিএনপি সহ-সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক সজীব খানসহ আরো অনেকে।
সরকারের নিষ্ঠুরতার জবাব একদিন জনগণই দেবে, খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকেই নিতে হবে’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুরে গণঅনশন কর্মসূচী পালন করে জেলা ও মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো। দাবি না মানলে ‘সরকার হটাও’ এর এক দফা দাবী নিয়ে রংপুর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিএনপি নেতারা।
মানিকগঞ্জ জেলা বিএনপির গণঅনশন পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কর্মসূচী পালনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের তাড়িয়ে দেয়।
ফরিদপুরেও গণঅনশন করেছে বিএনপি। কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ এফএম কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপনসহ অনেকে।
বরগুনায় বিএনপি’র গণঅনশনে লাঠি চার্জ করেছে পুলিশ। এ সময় জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতিসহ আটজনকে আটক করা হয়েছে। পুলিশের লাঠিচার্জে বিএনপির অন্তত ১২ নেতা কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা।
এছাড়াও- ফেনী, সিরাজগঞ্জ, দিনাজপুর, মেহেরপুর, পঞ্চগড়, পাবনা, যশোর, ঝিনাইদহ ও গাইবান্ধায় বিএনপি’র গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।