পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ১০:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আটক চক্রটি বিদেশগামীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে অভিনব কায়দায় ভূয়া ক্লিয়ারেন্স তৈরি করে দিতো। দুপরে পল্টন থানায় সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আব্দুল আহাদ প্রতারক চক্র থেকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন ।
একাধিক মামলার আসামী, চিহ্নিত অপরাধীদের জন্য ভূয়া নাম ঠিকানা ও তথ্য ব্যবহার করে মোটা অংকের টাকার বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স বের করতো একটি চক্র। সম্প্রতি পুলিশের তদন্তে বেরিয়ে আসে অপরাধী চক্রের মূল হোতাসহ তিন জনের নাম। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
পল্টন থানায় সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আব্দুল আহাদ জানান, চক্রটি পাসপোর্টের কপি স্ক্যান করে, ভূয়া ঠিকানা এবং সত্যায়িত সীল জালিয়াতী করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো।
আটককৃতরা মানুষকে বিভ্রান্ত করে টাকার বিনিময়ে প্রতারণা করে আসছিলো।
আইন অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকরে মাধ্যমের সরকারী কোষাগারে ৫শো টাকা জমা ব্যতিত কোন অর্থ প্রদান করতে হয় না বলে জানান মো. আব্দুল আহাদ।