পুলিশ জনগণের বন্ধু, সে কথা মাথায় রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
পুলিশ জনগণের বন্ধু, সে কথা মাথায় রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ সেবায় পুলিশকে আরও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন তিনি।
পুলিশ সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ। এই প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইনসে শুরু হলো ছয়দিন ব্যাপি বাংলাদেশ পুলিশ সপ্তাহ-২০২৪। প্যারেড গ্রাউন্ডে প্রথমে সালাম গ্রহন করে একটি খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে পুলিশ বাহিনীর কয়েকটি ইউনিট সরকার প্রধানকে অভিবাদন জানান। এরপর দেশ সেবায় নানা কর্মকাণ্ডের জন্য পুশিলের বিভিন্ন পদে থাকা ৪০০ জনকে পদকে ভুষিত করেন শেখ হাসিনা। পরে উন্নত দেশ গড়তে পুলিশ আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে জানিয়ে, পুলিশ সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন শেখ হাসিনা।