পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার বিচার কাজ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। ঘটনার সাক্ষ্য দিয়েছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তিন কনস্টেবল দেলোয়ার, শামীম ও সাইফুর।
সেদিন রায়হান নির্যাতনের প্রত্যক্ষদর্শী ছিলেন এই তিন কনস্টেবল। তাদেরই সাক্ষ্যগ্রহণ নেয়া হয়েছে আজ। গেল ১১ অক্টোবর ভোর রাতে রায়হানকে আটক করে ফাঁড়িতে এনে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। নিহত হওয়ার পর প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হলেও নিহত রায়হানের পরিবার জানায়, ১০ হাজার টাকা ঘুষ না পেয়ে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে রায়হানকে। রায়হানের স্ত্রীর করা মামলাটি পিবিআই তদন্ত করছে।