পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে পটুয়াখালী জেলা পুলিশ।
দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান,অবসরপ্রাপ্ত এএসপি মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন উপহার সমগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে পুটুয়াখালী জেলার মোট ৪৯ জন পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।