পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথম রায় আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ইতিহাসে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথম রায় আজ ।
২০১৩ সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন প্রণয়নের পর এই প্রথম কোনও মামলার রায় হতে যাচ্ছে। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরের ইরানী ক্যাম্প এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমনের সঙ্গে কথা কাটাকাটি হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়িচালক জনির। সেই রাতেই তৎকালীন পল্লবী থানার উপ-পরিদর্শক জাহিদসহ কয়েকজন পুলিশ সদস্য থানা হেফাজতে নির্যাতনের মাধ্যমে জনিকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। পরে একই বছরের ৭ আগস্ট নিহত জনির ভাই ইমতিয়াজ হোসেন রকি তৎকালীন পল্লবী থানার উপপরিদর্শক জাহিদুর রহমান জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।