পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তির মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের মারধরে গোলবার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গোলবার হোসেনের সাথে একই গ্রামের দেলোয়ার হোসেনের টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। গতকাল রাতে আড়ংগাইল বাজারে গোলবার ও তার ছেলে শাকিলের সাথে দেলোয়ার হোসেন এবং তার ছেলে আল-আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন লোকজন ও লাঠিসোটা নিয়ে গোলবার এবং তার ছেলে শাকিলের উপর হামলা করে। পরে, তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে গোলবার হোসেন মারা যান। ঘটনার পর থেকে দেলোয়ার হোসেন পলাতক।