পৃথক ঘটনায় সাভারে দুই যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পৃথক ঘটনায় সাভারে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি পিকআপ ভ্যান ক্যাভার্ড ভ্যানকে চাপা দিয়ে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চালক রাজু মিয়া মারা যায়। অপরদিকে, সাভারের কাউন্দিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।