পৃথক সড়ক দুর্ঘটনায় সারা দেশে ১২ জন নিহত
- আপডেট সময় : ১২:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ১২ জন নিহত হয়েছে।
সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত হয়। হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেট কারটি কলেজের সামনে ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের ৬ আরোহী ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সকালে ময়মনসিংহের নান্দাইলে গরুবোঝাই ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে শহিদুল ও মুস্তাকিম নামে ২ গরু ব্যবসায়ী মারা গেছেন। এ সময় আহত হয়েছে আরো ৪ জন।
কক্সবাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং অন্তত ১৬ জনের বেশী আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের সজিব সিকদার নামে ইজিবাইক চালক নিহত হয়েছে। রাতে ভুলবাড়িয়া এলাকায় ইজিবাইক চালক একটি নসিমনকে সাইড দিতে যান। এ সময় একটি ট্রাক পেছন থেকে ইজি বাইককে চাপা দিলে ইজিবাইক চালক চালক সজিব ঘটনাস্থলেই নিহত হন।
গাজীপুরের কাশিমপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মোস্তাকিন মোটর সাইকেল নিয়ে নরসিংহপুর থেকে কাশিমপুরের সুড়াবাড়ী এলাকার বাসায় ফিরছিল। এ সময় রাজধানীর মিরপুর গামী কিরন মালা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুল ছাত্র। বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।