পৃথক সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ৭ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছে। মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত।
ভোররাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান আলী জানান, ভোররাতে বাঘাবাড়ী ফিলিং স্টেশন থেকে শাহজাদপুরের দিকে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশাটি দ্বারিয়াপুর এলাকায় ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালকসহ দুই যাত্রী।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ৫জন।গেলোরাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।