পেঁয়াজে উচ্চ শুল্ক মূল্য আরোপ করায় ভারত থেকে রপ্তানী বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
পেঁয়াজে উচ্চ শুল্ক মূল্য আরোপ করায় ভারত থেকে রপ্তানী বন্ধ। ফলে দেশে বেড়েছে এই মসলার দাম।
বেনাপোলসহ এই উপজেলার স্থানীয় বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা চলে যাচ্ছে। ক্রেতারা বলছেন, প্রশাসনের বাজার মনিটরিং না থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। মূলত রোজাকে সামনে রেখে আগেভাগেই দাম বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট। হঠাৎ করেই এমন দাম বৃদ্ধির কারণ খোঁজারও উদ্যোগ নেয়নি সরকারের কোনো প্রতিষ্ঠান। টিসিবির হিসাব বলছে, বছরের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ২০০ শতাংশের বেশি। গেল বছরের এই সময়ে পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা।গত ডিসেম্বর মাসে বেনাপোল স্থল বন্দর দিয়ে টিসিবির ৯০ মেট্রিক টন পেঁয়াজ আসে।