পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় মণে দাম বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় কয়েক দিনে প্রতি মণে দাম বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা।
সাপ্তাহ জুড়ে জেলার বড় বড় পেঁয়াজের হাটে সাড়ে ৩ হাজার মণ দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। এর আগে প্রতি মণের দাম ছিল ২ হাজার ৮০০ থেকে তিন হাজার টাকা। স্থানীয় ব্যবসায়ীরা স্বীকার করেছেন, ভারত থেকে আমদানি বন্ধের খবরে সিন্ডিকেটের ইশারাতেই অতিরিক্ত দাম বেড়েছে পেঁয়াজের। কৃষি বিভাগের তথ্য মতে, ২৬ থেকে ৩০ ভাগ পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়।কিন্ত সেই পাবনার হাট-বাজারেই পেঁয়াজের দাম ওঠানামা করে সিন্ডিকেটের ইশারায়। এবছর পেঁয়াজের বাজার সব সময়ই চড়া ছিল। মৌসুমি পেঁয়াজ ওঠার আগে মুরি কাটা পেঁয়াজ বাজারে এলে বাজার স্বাভাবিক হয়ে থাকে। কিন্তু এ বছর মুরি কাটা পেঁয়াজের দামও ছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে।