পেঁয়াজের দাম বাড়ার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে
- আপডেট সময় : ০৪:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৬০৬ বার পড়া হয়েছে
পেঁয়াজের দাম বাড়ার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। লাগামহীন হয়ে পড়েছে বাজার। এরইমধ্যে কেজিপ্রতি ২২০ টাকা ছাড়িয়েছে দাম। চাহিদার তুলনায় আমদানি, উৎপাদন ও সরবরাহ না থাকার অজুহাতে দাম বেশি নেয়া হচ্ছে অভিযোগ ক্রেতাদের। এদিকে, অব্যাহত দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগও কোনো কাজে আসেনি।
পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। বর্তমানে পাইকারি বাজারে ২২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কমে গেছে। তাই দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।
বাজারে পেঁয়াজের সংকট আছে বলেই দাম বেশি বলছেন আড়তদাররা। তবে বিক্রি কমে যাওয়ার দাবিও করলেন তারা। এদিকে, শীতের কাঁচা সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি নেয়ার অভিযোগ ক্রেতাদের। মাছের বাজারের চিত্রও একই। ছোট-বড় সবধরণের মাছের কেজিতে বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা।
কাঁচাবাজার মনিটরিং না করায় দাম বেড়েই চলেছে বললেন ক্রেতারা। নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগও কাজে আসেনি। একারণে বাজারও পুরোপুরি বেসামাল হয়ে পড়েছে।