পেঁয়াজের পর এবার হঠাৎ বাড়ছে চালের দাম
- আপডেট সময় : ১০:৩৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পেঁয়াজের পর এবার হঠাৎ বাড়ছে চালের দাম। বগুড়ার বাজারে প্রতি কেজি চাল চার থেকে আট টাকা দাম বেড়েছে। এতে হতাশ নিম্ন আয়ের মানুষ। তবে চালের বাজার স্থিতিশীল রাখতে শহরাঞ্চলে সরকারিভাবে খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে।
নতুন আমন ধানের চাল উঠতে শুরু করেছে বাজারে। আমনের ফলনও ভাল হয়েছে। কিন্ত গেল এক সপ্তাহ ধরে বাড়ছে সব ধরনের চালের দাম। বিভিন্ন জাতের মোটা চাল খুচরা বাজারে ৩০ টাকা থেকে বেড়ে ৩৬ টাকা আর চিকন চাল ৪৪ টাকা থেকে বেড়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। চালের দাম বাড়ায় হতাশ নিম্ন আয়ের মানুষ। বেশি দামে চাল কিনতে হিমসিম অবস্থা
তাদের। ভরা মৌসুমে দাম বাড়ার প্রতিবাদ জানান তারা।
এদিকে, দরিদ্র মানুষের কথা ভেবে, সরকারিভাবে শনিবার থেকে বগুড়ায় খোলা বাজারে চাল বিক্রি হচ্ছে। দ্রুত চালের দাম কমবে বলে আশা জেলা খাদ্য নিয়ন্ত্রকের। পৌর এলাকায় প্রতিদিন ৩০ টাকা কেজিতে ডিলারের মাধ্যমে ৬ মেট্রিক টন চাল দেয়া হচ্ছে। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওএমএস কর্মসূচি চলবে বলে জানান এস এম সাইফুল ইসলাম।