পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহে কৃষকরা
- আপডেট সময় : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মাঠে মাঠে পুরোদমে চলছে পেঁয়াজ রোপন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে ব্যস্ত কৃষক। তবে, পেঁয়াজ বীজের দাম বেশি ও অঙ্কুরোদগম না হওয়ায় বিপাকে পড়েছে অনেকে। তবুও লক্ষ্যমাত্রা পুরণে আশাবাদী কৃষি বিভাগ।
লম্বা সারিতে দলবেঁধে চলছে পেঁয়াজের চারা রোপনের কাজ। পাশে বীজতলা থেকে চারা তুলছেন অন্যরা। এবার ভালো ফলন পেতে চলছে কীটনাশক স্প্রে। এমন দৃশ্য দেখা যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে । শুধু শৈলকুপা না জেলার অন্য উপজেলার মাঠেও পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক।
তবে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পেঁয়াজের আবাদ হবে বলে আশংকা করছেন কৃষকরা। তাদের অভিযোগ পেঁয়াজ বীজের অতিরিক্ত দাম আর বীজতলায় অঙ্কুরোদম না হওয়ায় অনেক কৃষক মুখ ফিরিয়ে নিয়েছে আবাদ থেকে। সেই সাথে সারের দামও ভাবাচ্ছে তাদের।
এদিকে ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এ বছর জেলার ৬ উপজেলায় ১০ হাজার ১ হেক্টর জমিতে ১ লাখ ৯০ হাজার ৩’শ ৮ মেট্টিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।