পেঁয়াজ, তেল চিনিসহ কয়েকটি পণ্যের শুল্ক কমাতে এনবিআরের প্রতি অনুরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পেঁয়াজ, তেল চিনিসহ কয়েকটি পণ্যের শুল্ক কমাতে এনবিআরের প্রতি অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে, খোলা বাজারে আজ থেকে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি।
সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সচিবের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ করা হয়। এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, টিসিবির আমদানি করা তুরস্কের পেঁয়াজের চট্টগ্রাম বন্দরে এসেছে। সোমবার থেকে ট্রাকসেলে পেঁয়াজের বরাদ্দ বাড়ানো হবে। গাড়ি প্রতি ৭০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ আছে। তবে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বরাদ্দ বাড়ানো হবে। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। এতে ভোক্তা সাধারণের নাভিশ্বাস। বিশেষ করে পেঁয়াজের দাম কয়েকগুন বেড়ে গেছে।