পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ইচ্ছাই যথেষ্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ইচ্ছাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
দুপুরে লালমনিরহাট জেলা সদর হাসাপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় সারা দেশে পেঁয়াজ, চাল, লবনসহ দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই বাণিজ্য করতে চায়, কিন্তু কয়েকটি সিন্ডিকেটের কারনে এই সংকট তৈরি হয়েছে। এর আগে তিনি হাসপাতাল পরিদর্শন শেষে ডাক্তার ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।