পেছনের দরজা দিয়ে আবারো ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি : দীপু মনি
- আপডেট সময় : ০৫:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
পরিস্থিতি ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির দেয়া ১০ দফা দাবির সঙ্গে জনসম্পৃকত্তা নেই। দুই জেলায় আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন।
জামালপুরের ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা’ দীপু মনি। এসময় তিনি সাংবাদিকদের বলেন,
ঘোলাটে পরিস্থিতিতে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। তবে জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় কাজ করছে আওয়ামী লীগ
পরে শিক্ষামন্ত্রী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এসময় তিনি বলেন, বিএনপির দেয়া দশ দফা দাবি নিয়ে আওয়ামী লীগের কোন মাথা ব্যথা নেই।
দেশে বি-রাজানীতিকরণ চলছে জিএম কাদেরের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেই জনসমর্থন মেলে না।